ময়মনসিংহে শীতার্তদের মাঝে বন্ধনের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে শীতার্তদের মাঝে বন্ধনের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে শীতার্ত অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন। সোমবার বিকেলে এ উপলক্ষ্যে নগরীর তৈমুর এক্স‍েল টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বন্ধনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) আবিদা সুলতানা, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লেখক মুহাম্মদ ছানোয়ার হোসেন, তৈমুর এক্সেল টাওয়ারের ব‍্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, বন্ধন সংগঠনের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীমসহ প্রমুখ। আলোচনা শেষে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্ধনের উপদেষ্টা শহিদুর রহমান শহিদ, উপদেষ্টা ইশরাত জাহান দীপা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফী কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী পারভেজ, প্রচার ও দফতর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সদস্য ইশরাত জাহান লোপাসহ প্রমূখ।

উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। রমজান মাসেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর