ময়মনসিংহে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ময়মনসিংহে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ৫ দিনব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে এ উপলক্ষে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

এরআগে সকালে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহসিনা খাতুনের সভাপতিত্বে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে অ্যাথলেটিকস ছাত্র-ছাত্রীদের খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলাম।

এরপর দুপুরে জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর সার্কিট হাউজ মাঠে ক্রিকেট (ছাত্র-ছাত্রী) খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের অন‍্যান‍্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

More News...

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস