ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক নাসিরাবাদ কলেজ গভর্নিংবডির সভাপতি, এফবিসিসিআই সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)। নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক আজিজ আহমেদ সাদিক রেজা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিঠা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক তানজিনা এলিন, সদস্য প্রভাষক তানজিলা আরেফিন, প্রভাষক সৈয়দা নাজনীন সুলতানা, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মুক্তা আক্তার, প্রভাষক আবু নাঈম, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক হাসানুল ইসলাম, প্রভাষক মোঃ হানিফ খান, প্রভাষক রাবেয়া সুলতানা বিথী, প্রভাষক রুবাইয়াৎ জাহান নূর, প্রভাষক জুঁই তালুকদার, জালাল উদ্দিন, তাসলিমা বেগম, হাফিজুর রহমান প্রমুখ। মেলায় ১২ টি স্টলে রঙ-বেরঙের দেশীয় সুস্বাদু পিঠার স্থান পেয়েছে যা দর্শনার্থীদের মন কেড়েছে। এ সময় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। পিঠা মেলায় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।