তিন কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার ১

তিন কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থেকে ৩ কোটি ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাসুম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড স্ট্যান্ডে বন্ধু পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে সোমবার (১৬ জানুয়ারি) রাত ২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো. মাসুম সরকার কুমিল্লার হোমনা ভবানীপুরের হাসান আলী সরকারের ছেলে। বর্তমানে ঢাকার রামপুরার হাজিপাড়ায় থাকতেন।

উদ্ধারকৃত মাদকের পরিমান ১ কেজি ৬’শ গ্রাম। পুলিশ এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ১৫ জানুয়ারি দিবাগত রাত ২ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার বন্ধু পরিবহনের বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়ায় রয়েছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আরও কে কে জড়িত, কোথায় যাচ্ছিল বিষয় গুলো নিয়ে অনুসন্ধান চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

More News...

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস