গুলশানে গোলাগুলি, ভ্যানচালকসহ গুলিবিদ্ধ ২

গুলশানে গোলাগুলি, ভ্যানচালকসহ গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর গুলশান-১ নাম্বার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকাল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ দুজন হলেন- ভ্যানচালক আব্দুর রহিম ও আমিনুল ইসলাম।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন ভ্যানচালক রয়েছেন। যিনি গুলি করেছেন তাকেসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোলাগুলির কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে।

More News...

‘অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলে টিআইবি, সহিংসতার বিষয়ে বক্তব্য দেখি না’

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা…..