গাজীপুর প্রতিনিধি: টঙ্গীতে এক বাড়ির বসতঘর থেকে মো. বোরহান উদ্দিন আহমেদ (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মো. বোরহান উদ্দিন আহমেদ টঙ্গীর দত্তপাড়া খলিল মার্কেট এলাকার সাবেরুল ইসলামের চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। টঙ্গী পূর্ব থানার এসআই সুমন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে স্থানীয়রা ওই ভবনের রুম থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত বোরহান ওই কক্ষে একাই বাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে।
বাড়ির মালিক বলেন, প্রায় দেড় বছর আগে আমার বাসায় ভাড়া নেন বোরহান। গত কয়েক দিন ধরে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। রুম থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেই। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মরদেহের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।