ভেঙে ফেলা হচ্ছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেই ডিভাইডার

ভেঙে ফেলা হচ্ছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেই ডিভাইডার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের রজোপাড়া এলাকায় নির্মাণ করা রোড ডিভাইডারটি ভেঙে ফেলা হচ্ছে। মহাসড়কটি ঝুঁকিমুক্ত করতে বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগ এটি ভাঙার কাজ শুরু করে। সম্প্রতি এই ডিভাইডারের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে ডিভাইডার ভাঙার খবরে এই সড়কে চলাচলকারী যাত্রী ও গাড়িচালকরা স্বস্তি প্রকাশ করেছেন। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, স্থানীয় প্রশাসনসহ পুলিশের পক্ষ থেকেও ডিভাইডারে সংগঠিত দুর্ঘটনার বিষয় আমাদের জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিভাইডারের দুইপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ মাইকিং করা হয়েছে। তবে এরপরও যেহেতু দুর্ঘটনা কমছে না সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ডিভাইডারটি অপসারণ করা হচ্ছে।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া উপজেলার রজোপাড়া এলাকা থেকে সরাসরি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে সম্প্রতি নতুন একটি সংযোগ সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। যেখান থেকে সংযোগ সড়কটি শুরু হয়েছে সেখানে প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি রোড ডিভাইডার নির্মাণ করা হয়। তবে মহাসড়ক খুব বেশি প্রশস্ত না হওয়ায় এবং এই সড়কের অন্য কোথাও ডিভাইডার না থাকায় এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ২০২১-২০২২ অর্থবছরে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৪ কিলোমিটার এই সংযোগ সড়কটি নির্মাণ করে।

More News...

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা…..

মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে লড়বেন তারা