কালিহাতীতে স্বামী-স্ত্রীর কলহ থামাতে গিয়ে চাচাতো ভাই নিহত

কালিহাতীতে স্বামী-স্ত্রীর কলহ থামাতে গিয়ে চাচাতো ভাই নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের ঝগড়া থামাতে গিয়ে আবুল মাজম (৫০) নামে এক চাচাতো ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌলী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌলী উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।

এলাকাবাসী জানান, নিহতের চাচাতো ভাই বাবুলের সঙ্গে স্ত্রী হামিদা, শ্বশুর বারেক, শ্বাশুড়ি আনোয়ারা ও মামা শ্বশুর আফছার পারিবারিক কলহে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়ায় মারামারি শুরু হয়। পরে এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টাকালে তাদের আঘাতে আবুল মাজম মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহত আবুল মাজমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাবুলের স্ত্রী হামিদা,শ্বাশুড়ি আনোয়ারা, শ্বশুর বারেক ও মামা শ্বশুর আফছারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

More News...

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস