চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। রোববার (৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের উত্তর পাশের সাইকেল গ্যারেজের সামনে আমগাছের নিচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকরা হলেন- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গার গুলজারবাগ এলাকার রেজাউল করিমের দেলোয়ার হোসেন মিলন (২৬), একই এলাকার মৃত মোত্তালেবের ছেলে সুজন (২৬)। সোমবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকার আমগাছের নিচে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দেলোয়ার ও সুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দুইজনই অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র কেনার জন্য রাজশাহী থেকে শিবগঞ্জে এসেছে।