নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের মদনপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ মোঃ শাহ আলম (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাবের দাবি গ্রেফতারকৃত শাহ আলম মাদক ব্যবসায়ী। ৮ই জানুয়ারি মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-১০৪১) জব্দ করা হয়। সোমবার (৯ই জানুয়ারি) র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ আলম পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।