নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের মদনপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ মোঃ শাহ আলম (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত শাহ আলম মাদক ব্যবসায়ী। ৮ই জানুয়ারি মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-১০৪১) জব্দ করা হয়। সোমবার (৯ই জানুয়ারি) র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ আলম পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর