গৌরীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন সোমনাথ সাহা

গৌরীপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন সোমনাথ সাহা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের কোণাপাড়া গ্রামে ইয়ং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় কোণাপাড়া গ্রামের দুই বিলের মাঝে কৃষি কাজের উন্নয়নের জন্য এলাকাবাসীর নিজ উদ্যোগে দেড় কিলোমিটার রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন গৌরীপুর উপজেলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে রাস্তার কাজ উদ্বোধনের সময় এলাকাবাসীর উদ্দেশ্য তিনি বলেন, গ্রামবাসীর উদ্যোগে কৃষি কাজের উন্নয়ন জন্য উক্ত কার্যক্রমকে সাধুবাদ জানান।

এমন একটি উদ্যোগ কৃষি কাজের উন্নয়নকে তরান্বিত করবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিকাজের পরিধি বিস্তারের জন্য গুরুত্বারোপ করেছেন। বেকার নিরসনে ও যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কৃষি ও খামার গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। তাই এলাকাবাসী নিজ উদ্যোগ একটি ক্লাবের সহযোগিতা কৃষি কাজের উন্নয়নে জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। পাশাপাশি গ্রামবাসীর যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন গৌরীপুরের সর্বস্তরের জনতার প্রিয়মুখ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

রাস্তা কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং গৌরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হযরত আলী ও ২ নং গৌরীপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড মেম্বার আবুল কাশেম। এছাড়া অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, গ্রামবাসীসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।

More News...

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস