গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে বিআরটিএ কর্তৃপক্ষ। সোমবার সকালে এবং দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের হানকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজপত্র এবং রুট পারমিট না থাকায় ২৬ টি সিএনজি এবং মোটরসাইকেল আটক করে ১০ টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার এবং তানিয়া তাবাসসুম। ব্রাহ্মণ আদালতের সহযোগিতা করেন বিআরটি’র মোটর যান পরিদর্শক সাইদুল ইসলাম সুমন।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা অভিযান চালাচ্ছি। যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে আটক করে জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে হেলমেট পরিধানসহ সড়ক আইন সম্পর্কে অবগত করা হচ্ছে। বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।