খুলনা প্রতিনিধি : খুলনার বিজয় মেলার বিনোদন জোন জমে উঠেছে। শীতের কণকণে ঠান্ডা উপেক্ষা করেই বিনোদন প্রেমীরা ভীড় করছে। এখানে রয়েছে, উড়ন্ত নৌকা, নাগর দোলা, সিলিপার, হাতি ও ঘোড়া এবং মিনি ট্রেন। মেলার অন্যান্য স্টল পরিপূর্ণ না হলেও এসব খেলনায় দর্শনার্থীরা উপচে পড়ছে। বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত লেগে থাকে এ ভীড়। উড়ন্ত নৌকায় ৪০ টাকা, সিলিপারে-৩০ টাকা, হাতি-৩০ টাকা, ঘোড়ায়-৩০ টাকা, নাগর দোলা-৪০ টাকা ও মিনি ট্রেন-৪০ টাকা করে রাখা হচ্ছে।
সিলিপারের পরিচালক দুলাল জানান, সবে মাত্র কয়েক দিন মেলা শুরু হয়েছে। তবে তাদের খেলনায় ভীড় প্রতিদিনই বাড়ছে। আগামীতে আরো বেশী ভীড় হবে বলে তিনি আশাবাদী। নাগর দোলার প্রতিনিধি শাওন বলেন, টিকিট বিক্রি মোটামুটি ভালই হচ্ছে। লক্ষণ যা তা আগামীতে আরো বেচাবিক্রি বাড়বে। মেলা মাঠের পরিবেশ দর্শনার্থীরা খুশি বলে তিনি জানান। ডিজিটাল নৌকা ভ্রমনের প্রতিনিধি জুয়েল জানান, অন্যান্য মেলার চেয়ে এখানকার পরিবেশ ভাল। শীতের ঠান্ডা উপেক্ষা করেও দর্শনার্থীদের ভীড় লেগে আছে। আশা করি ভবিষ্যতে আরো ভাল হবে। মেলার তানহা ফ্যাশান নামক স্টলে বিক্রি হচ্ছে হরেক রকমের পোশাক। স্টল মালিক তহম্মদ আলী জানান, তার স্টলের ওয়ান পিস ২-৫শত টাকা, ওড়না-১শত টাকা, হেজাব-১শত টাকা, প্লাজু-১৫০ টাকা, স্ক্যাট-১৫০-২৫০ টাকা। ওয়ান থার্টি নামের স্টলের প্রতিনিধি মোঃ সাগর জানান, তার স্টলে নানা ধরনের খেলনা রয়েছে। ১৫০ টাকা থেকে শুরু করে ২৩শত টাকা পর্যন্ত দাম রাখা হচ্ছে। প্রতিটি পণ্য এক দামেই বিক্রি করা হচ্ছে। মেলার পরিবেশ ভাল। যা ক্রেতাদের আগমনে উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
মেলার পরিচালক মিয়া মোঃ রাসেল জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শিববাড়ি মোড়ের বিজয় মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। হরেক রকমের পণ্য এ মেলায় উঠেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আলাদা বিনোদন জোন। সব মিলিয়ে মেলায় পরিবেশ ভাল রাখার চেষ্টায় কোন ঘাটতি নেই বলে তিনি জানান। তিনি বলেন, মেলায় ৮০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন করা হয়েছে। এখানে শিশুদের আনন্দ দেয়ার জন্য মিনি ট্রেন, নাগর দোলা, নৌকাসহ হরেক রকম খেলনা রয়েছে। করোনার পর খুলনা নগরীতে এই প্রথম মেলা শুরু হয়েছে। এতে করে বিনোদন প্রিয় মানুষ এ মেলা ভীড় করছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর খুলনা নগরীর শিববাড়িমোড় পাবলিক হল মাঠে (সাবেক জিয়া হল) মেসার্স চামেলী ট্রেডার্সের উদ্যোগে মাস ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।