গাজীপুর প্রতিনিধি : বুধবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গাজীপুর, জেলা প্রশাসন ও গাজীপুর, জেলা পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, গাজীপুর, গাজীপুর জেলার সদর উপজেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। ওই মোবাইল কোর্টে নলজানী, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুরে অবস্থিত মাতবর এগ্রো লি. নামক একটি কারখানাকে শব্দ দূষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়েছে এবং কারখানাটিকে শব্দ দূষণ নিয়ন্ত্রেণ যথাযথ ব্যাবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ১ টি যানবাহনকে ১ হাজার টাকা জরিমানা করা ও ২ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে। বুধবার পরিচালিত ওই অভিযানে পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক মোঃ নয়ন মিয়া, সহকারী পরিচালক মোঃ মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, গবেষণাগার সহকারী মাহবুবুর রহমান সুমন উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় সকল অবৈধ কারখানার বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তারা বিবৃতি প্রদান করেছেন।