কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ভ্যানে ট্রাকের ধাক্কায় চালক মো. নাজমুল হোসেন (৩০) নিহত হয়েছেন। এঘটনায় ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো.সাকিম শেখের ছেলে। আর আহত ব্যক্তিরা একই এলাকার মো. দবির উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন ও মো. মজনুর ছেলে মো. রাসেল হোসেন (২০)। তারা পেশায় নির্মাণ শ্রমিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা উপেক্ষা করে ভ্যানে করে রাজমিস্ত্রি কাজের জন্য নাজমুল, হেলাল ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৮টার পিছন দিক থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন (৩০) নিহত হন। আর স্থানীয় লোকজন অন্য দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ভ্যানটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, মরদেহ ও আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মরদেহটি ময়নাতদন্ত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।