মমেকহা উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা

মমেকহা উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ ওয়ায়েজউদ্দীন ফরাজীর স্বাভাবিক অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক ডা. কায়সার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা মানপত্র পাঠ করেন ডাক্তার টিআই খান অসিম।

এছাড়াও অনুষ্ঠানে অনুভতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সদ‍্য বিদায়ী উপ-পরিচালকের সহ-ধর্মিনী আম্বিয়া বেগম, মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হান্নান মিয়া, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম, হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) শেখ আলী রেজা সিদ্দিকী,সিনিয়ার স্টোর অফিসার ডা. রাহাত চৌধুরী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জেন্ট ড. খন্দকার আনোয়ার হোসেন, সেবা তত্ত্বাবধায়ক শ্রীমতি ইভা রানী চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মো. লুৎফর রহমান, স্টোর অফিসার মোঃ শাহজাহান, তৃতীয় শ্রেণি কর্মচারীর কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চতুর্থ শ্রেণি কর্মচারী কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, সেবক সেবিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর