প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো ঠাকুরগাঁও ভুল্লী থানা উদ্বোধনের মধ্য দিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো ঠাকুরগাঁও ভুল্লী থানা উদ্বোধনের মধ্য দিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো ঠাকুরগাঁও ভুল্লী থানা উদ্বোধনের মধ্য দিয়ে। আজ থেকে থানার কাজ বাস্তবায়নে এলাকার মানুষ আরো নিরাপত্তা পাবে। এছাড়া পাশের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা পোর্ট খোলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত খোলার ব্যবস্থা করা হবে। সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও ভারতের সাথে কথা বলে হবে তা বন্ধে উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন বিএনপি আন্দোলনের নামে অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। তিনি আজ বিকেলে ঠাকুরগাঁওয়ে নবর্নিমিত ভুল্লী থানা উদ্বোধন শেষে এসব কথা বলেন।

এসময় ঠাকুরগাঁও এক আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রংপুর রেঞ্জের ডিইজি আব্দুল আলিম মাহমুদ, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অনেকে।

পরে তিনি ভুল্লী কামার পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় আ’লীগের জনসভায় যোগ দেন।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর