গজারিয়ায় ১৬ কেজি গাঁজা ও একটি পিকআপসহ আটক ২

গজারিয়ায় ১৬ কেজি গাঁজা ও একটি পিকআপসহ আটক ২

গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে জামালদী বাসস্ট্যান্ড হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার রাত আনুমানিক সাড়েদশ ঘটিকায় হাইওয়ে পুলিশ সার্জেন মাহাবুব হাসান এর নেতৃত্বে ৬ কেজি গাঁজা একটি পিকআপসহ এক জন কে আটক করেছে।

মহাসড়কে গাঁজা উদ্ধারের বিষয়ে সার্জেন মো. মাহাবুব হাসান জানান আমরা ভবেরচর হাইওয়ে পুলিশ টহলরত অবস্থায় হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পিকাপভ্যানে তল্লাশি চালিয়ে ৩টি প্যাকেটে দুইকেজি করে ছয় কেজি খাজা সহ আকাশ দত্ত ( ৩০) কে আটক করি এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায় ।

পালিয়ে যাওয়া সোহাগ ( ২৭) নামে অন্যজন রাত আনুমানিক তিনটার দিকে বালুয়াকান্দি কুতুবিয়া রেষ্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গজারিয়া থানা পুলিশের এস আই মো. আবুল কালাম ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটকৃতরা হলেন গাড়ির চালক শ্রী আকাশ দত্ত(৩০) বগুড়া জেলার, গাবতলী থানার একবাড়িয়া গ্রামের রামচন্দ্র দত্তের ছেলে। মোঃ সোহাগ (২৭) দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার শাহাডুবি গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর