গজারিয়ায় অবৈধভাবে নদী ভরাট

গজারিয়ায় অবৈধভাবে নদী ভরাট

গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে লস্করদী মৌজায় মেঘনা নদীর শাখা, ফুলদি নদীতে অবৈধভাবে বালুভরাট করার অভিযোগ পাওয়া গেছে। লস্করদী গ্রামের আমিনুল ইসলাম দেওয়ানের উদ্যোগে রাতের আঁধারে নদী ভরাট চলছে। বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখা যায় লস্করদী গ্রাম সংলগ্ন ফুলদি নদীতে একই গ্রামের আমিনুল ইসলাম দেওয়ান এর তত্ত্বাবধানে বালুভরাট কাজে আনলোড একটি ড্রেজার অবস্থান করা আছে। একাধিক ব্যক্তি জানান রাতে বালু ভরাট কাজ চলছিল।

বালু আনলোড করা ড্রেজারে থাকা মাহামুদ নামে এক ব্যক্তি জানান আমিনুল ইসলাম দেওয়ান এই বালুভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত আমিনুল ইসলাম দেওয়ান এর সাথে কথা হলে তিনি জানান বালু ভরাট কৃত জায়গাটি আমাদের রেকর্ড কৃত জমির অংশ। আমাদের জায়গায় আমরা বালুভরা করছি। এসিল্যান্ড মহোদয় বা ইউএনও মহোদয়ের কোন অনুমতি নেই ।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান সংবাদ পেয়ে বালুভরাট কাজ বন্ধ করা হয়েছে। ব্যবহারকৃত আনলোড ড্রেজার আটক রাখা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

More News...

‘অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলে টিআইবি, সহিংসতার বিষয়ে বক্তব্য দেখি না’

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল