২০৭ দিন পর গোলের দেখা পেল বাংলাদেশ

২০৭ দিন পর গোলের দেখা পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : এক বা দুই মাস নয়, আন্তর্জাতিক ফুটবলে প্রায় ৬ মাস ২৫ দিন ধরে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ ফুটবল দল, যা দিনের হিসেবে প্রায় ২০৭ দিন। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রথম চার ম্যাচে গোল করতে পারেনি জামাল ভুঁইয়ারা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে কাবরেরার দল।

এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি গোল করেছে বাংলাদেশ।

যদিও ম্যাচটি ১-২ ব্যবধানে হেরেছে জামাল ভুঁইয়ারা। একমাত্র গোলটি করেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। সর্বশেষ গত নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ১-২ ব্যবধানে।

২০২১ সালের নভেম্বরের পর বাংলাদেশ এ বছর খেলেছে পাঁচটি ম্যাচ, যার চারটিতেই করতে পারেনি গোল। গত ২৪ মার্চ মালদ্বীপের কাছে ২-০ ব্যবধানে হারের পর ২৯ মার্চ ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে। এরপর চলতি জুনে ইন্দোনেশিয়ার মাটিতে তাদেরকে গোল শূন্য ড্র’তে রুখে দেয়। আর এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেও পারেনি গোলের মুখ খুলতে। বাহরাইনের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে।

 

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর