রুটের সেঞ্চুরিতে লর্ডস টেস্ট জিতলো ইংল্যান্ড

রুটের সেঞ্চুরিতে লর্ডস টেস্ট জিতলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্ট জয়ের সিংহভাগ কাজ আগেরদিনই করে রেখেছিলেন ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক জো রুট। রোববার ম্যাচের চতুর্থ দিন প্রয়োজন ছিল শুধু সতর্ক-সাবধানী থেকে বাকি থাকা ৬১ রান করে ফেলা। সেটি করতেও খুব একটা সময় নিলেন না তিনি।

বেন ফোকসের সঙ্গে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়। ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরিতে ১১৫ রানে অপরাজিত থেকেছেন রুট। তার অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের লক্ষ্য সহজেই টপকে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

ম্যাচের তৃতীয় দিনই জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬৫ ওভারে ৫ উইকেটে ২১৬ রান। আজ আর ১৩.৫ ওভার খেলেই ৬৩ রান তুলে নেন রুট ও ফোকস। যা নিশ্চিত করে ইংলিশদের জয়। ফোকস অপরাজিত থেকে যান ৩২ রানে।

দলকে জেতানোর পাশাপাশি বিশ্বের ১৪তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দশ বছরের মধ্যেই এ মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

More News...

ব্যাট কিনতে দুধ ডেলিভারির কাজ করতেন রোহিত!

রেকর্ড গড়ে ফিরলেন লিটন