জেলা প্রতিনিধি
বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আটকা পড়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রোহিঙ্গা ক্যাম্পে দুদিনের পরিদর্শন শেষে শুক্রবার (৩ জুন) বিকেলে ফিরে যাওয়ার কথা ছিল। ভাসানচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, দুপুর ১টার দিকে চীনের রাষ্ট্রদূতকে বহনকারী জাহাজটি ভাসানচর থেকে রওয়ানা হলেও বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা পর ফেরত আসেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নৌবাহিনীর জাহাজে দুদিনের সফরে ভাসানচর এসে পৌঁছান তিনি।
ভাসানচর ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, পূর্ব নির্ধারিত সিডিউল মোতাবেক শুক্রবার (৩ জুন) বিকেলে ভাসানচর ত্যাগ করার কথা ছিল রাষ্ট্রদূতের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আবহাওয়া ভাল থাকলে শনিবার (৪ জুন) সকালে ভাসানচর ত্যাগ করবেন তিনি। সেক্ষেত্রে আবহাওয়া ঠিক না থাকলে হেলিকপ্টারেও যেতে পারেনি তিনি।
মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, সফরকালে চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের সঙ্গে ভাসানচরে তাদের সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মানসহ নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন। ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। রোহিঙ্গারা কক্সবাজারের তুলনায় ভাসানচরে অনেক ভালো আছেন বলেও মত প্রকাশ করেন তিনি। এর আগে গত ২৪ মে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর পরিদর্শন করেন। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে ছিলেন। এ পর্যন্ত কক্সবাজার থেকে ১৩ ধাপে ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা। এছাড়া গত বছরের মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।