করোনায় আক্রান্ত লিওনেল মেসি

করোনায় আক্রান্ত লিওনেল মেসি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফরাসি ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিএসজি জানায়, মেসিসহ তাদের মোট চার খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য তিনজন হলেন- হুয়ান বেরনাট, সার্জিও রিকো এবং একাডেমির খেলোয়াড় নাথান বিতুমাজলা।

এই চার খেলোয়াড়ই বর্তমানে আইসোলেশনে রয়েছেন। সঙ্গে পিএসজির এক সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।

সম্প্রতি বিশ্বজুড়েই করোনা সংক্রমণের হার বেশ বেড়েছে। এ ছাড়া নতুন ধরন ওমিক্রনও বেশ প্রভাব ফেলছে। ফলে অনেক বড় বড় খেলোয়াড়, কোচের নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসছে নিয়মিতই। এই তালিকায় এবার যোগ হলো মেসির নাম।

সোমবার রাতে কোপা দি ফ্রান্সে ভেনেসের বিপক্ষে ম্যাচ পিএসজির। মেসিকে ছাড়াই সেই ম্যাচ খেলতে হবে মাওরিসিও পচেত্তিনোর দলকে।

শুধু তাই নয়, পিএসজির আরো বড় শঙ্কাও রয়েছে। মেসির করোনা পজিটিভ থাকলে ৯ জানুয়ারি লিগ ওয়ানে ওলাঁপিক লিয়োনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও হয়তো খেলতে পারবেন না।

More News...

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

কৃষকদের টাকা দিলে ফেরত দেয়, কোটিপতিরা দেয় না’