এ মাসেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

এ মাসেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্ট লাইনার ও বয়স্কদের এ মাসেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অন্যরা পরবর্তীতে টিকার বুস্টার ডোজ পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া যারা এখনও টিকা নেননি তাদের টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে টিকার আড়াই হাজার বুথ আছে। আরও এক হাজার বুথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এসব বুথ করা হলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও সহজ হবে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে-তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

More News...

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

কৃষকদের টাকা দিলে ফেরত দেয়, কোটিপতিরা দেয় না’