আমি এই সকল কথা বর্জন করছি : মিথিলা

আমি এই সকল কথা বর্জন করছি : মিথিলা

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়াজ তোলেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কথা বলেন নারী সহিংসতার বিরুদ্ধেও।

তারই ধারাবাহিকতায় একটি সামাজিক সংগঠনের জন্য গার্হস্থ্য সহিংসতা নিয়ে কথা বলেন মিথিলা। আর বিষয়টি উপস্থাপনে বেশ কিছু সামাজিক প্রচলিত বাক্য তুলে ধরেন তিনি।

মিথিলার ভাষ্য, ‘লাল শাড়িতে যাবা, সাদা শাড়িতে আসবা। মেয়েদেরকে মানিয়ে চলতেই হয়। রাত করে বাসায় ফিরলে মারতো খাবেই। স্বামীর রাগই তো ভালোবাসা! কি গায়ে হাত তুলে, একটা থাপ্পড়ে কি হয়? টাকা পয়সা তো দেয়! এইসব কথা আমাদের সমাজে পারিবারিক নির্যাতনকে স্বাভাবিক করে তুলছে। আজকে আমি এই সকল কথা বর্জন করছি। আমার সঙ্গে এই আন্দোলনে আপনিও আমার ও বহ্নিশিখার সঙ্গে যুক্ত হন।’

 

More News...

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান