মুরাদের ‘অশ্লীল’ ১৭টি অডিও-ভিডিও সরানো হয়েছে

মুরাদের ‘অশ্লীল’ ১৭টি অডিও-ভিডিও সরানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের ১৭টি অসৌজন্যমূলক ও বিতর্কিত অডিও-ভিডিও চিহ্নিত করে অপসারণ করা হয়েছে। এসবের মধ্যে ১৫টি ফেসবুক থেকে ও ইউটিউব থেকে দুইটি অপসারণ করা হয়। আজ বুধবার আদালতকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মুরাদের ‘অশ্লীল’ অডিও-ভিডিও সরানো অগ্রগতির জানানো হয়। এর আগে, প্রতিমন্ত্রীর অডিও-ভিডিও অপসারণ করতে আদালতের দারস্থ হন ব্যারিস্টার সুমন।

উল্লেখ্য, খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন ডা. মুরাদ হাসান। পরে এক চিত্রনায়িকার সঙ্গে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডা. মুরাদ হাসান।

More News...

৩ বছর আগে যেভাবে ছড়িয়েছিল করোনাভাইরাস

কানাডার প্রাইভেসি কমিশনের তদন্তের মুখে টিকটক