ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪) ও ছোট ছেলে মমিনুর রহমান (৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাইবোন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আর অন্যজনকে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

More News...

প্রধানমন্ত্রীর ঘর পেল ময়মনসিংহের ১১৪জন গৃহহীন

উলিপুরে ভূমিহীন-গৃহহীন ১২২টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর