২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ২২৭

২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ২২৭

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৩ জনের। তবে, একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত হার। গতকাল শনাক্ত হার ছিল ১.০৩ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১.৩৪ শতাংশ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনের করোনা শনাক্ত হলো এবং মারা গেছেন ২৭ হাজার ৯৮০ জন করোনায় মারা গেছেন।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল