সামাজিক বার্তা নিয়ে নাটক ‘সেপারেশন’

সামাজিক বার্তা নিয়ে নাটক ‘সেপারেশন’

বিনোদন ডেস্ক : বিবাহ বিচ্ছেদ সমাজে নতুন কিছু নয়। নিত্যই এমন ঘটনা ঘটছে। স্বামী-স্ত্রী দুজনের মধ্যে মতানৈক্যের কারণে একটা সময় তারা আলাদা পথে হাটতে বাধ্য হন। কিন্তু বিপত্তি বাধে তখনই, যখন সে দম্পতির ঘরে কোনো সন্তান থাকে। সেই সন্তান বাবার কাছে থাকবে নাকি মায়ের কাছে এ নিয়ে দুজনের মধ্যেই চলে নানা ঝগড়া, এমনকি এক পর্যায়ে সেটি কোর্ট পর্যন্তও গড়ায়।

সন্তানকে পেতে মা-বাবা দুজনেই দুজনের বিরুদ্ধে মামলা করে বসেন। চারপাশে চোখ রাখলে এমন ঘটনা অহরহ দেখতে পাওয়া যায়। এমনই এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সেপারেশন’। এখানে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং পারসা ইভানা। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

নির্মাতা বলেন, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। এরকম ঘটনা থেকেই গল্পের মধ্য দিয়ে নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেই পরিবারে যদি একটা ছোট সন্তান থাকে, তারমধ্য দিয়ে কি অতিবাহিত হয়। বাবা-মায়ের ঝগড়ার মধ্য দিয়ে একটা ছোট শিশুর জীবন ধবংসের দিকে ধাবিত হয়।

এই নাটকটির মধ্য দিয়ে সমাজের প্রতি আমি একটা বার্তা দিতে চেয়েছি। কাজটি সবারই দেখা উচিত।

মুশফিক-ইভানা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন অরুনিসা, লিউনা, মাসুম বাশার প্রমুখ।

More News...

জ্যাকুলিনের ফ্ল্যাটে আগুন

স্থগিত করা খেলা হবে, মামলাও চলবে