আবারও সিনেমায় জুটি বাঁধছেন মীর-স্বস্তিকা

আবারও সিনেমায় জুটি বাঁধছেন মীর-স্বস্তিকা
বিনোদন প্রতিবেদক : মাইকেল’ নামে একটি সিনেমায় তারা প্রথম জুটি হন। সেখানে মীরাক্কেল খ্যাত মীর আফসার আলির স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। আবারও তারা এক হতে যাচ্ছেন।

নতুন ছবির নাম ‘বিজয়ার পরে’। ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অভিজিৎ শ্রী দাস।

ছবিটি প্রযোজনা করছে এসআর জুপিটার মোশন পিকচার্স। নিবেদনে এসআর জুপিটার ক্রিয়েশন।

ছবিতে মীর-স্বস্তিকা ছাড়াও অভিনয় করবেন দীপঙ্কর দে, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসর আলি।

মীর বলছেন, “২০১৭ সালে আমি আর স্বস্তিকা জুটি বেঁধেছিলাম ‘মাইকেল’ ছবিতে। আবার আমরা বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছি। পূজার আবহে তৈরি ছবি। এই প্রথম কাজ করবো মমতা শঙ্করের সঙ্গে। সব মিলিয়ে নতুন কাজের জন্য মুখিয়ে আছি।”

More News...

১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী

শাকিব খানকে বিচারক বললেন, ‘সময় মতো আদালতে আসতে হবে’