একসঙ্গে চার কন্যার জন্ম

একসঙ্গে চার কন্যার জন্ম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার বনপাড়া আমিনা হাসপাতালে চার শিশুর জন্ম দেন তিনি।

লাভলি উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন মিয়ার স্ত্রী। লিটন জানান, সিজারিয়ান অস্ত্রেপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়েছে। এদের মধ্যে তিনজন সুস্থ ও একজন মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।

নবজাতকদের মা জানান, তার ঘরে আরও দুইটি সন্তান রয়েছে। এর মধ্যে একসঙ্গে জীবিত তিন সন্তানের জন্ম হয়েছে। অভাবের কারণে সন্তানদের তাদের ভরণ-পোষণ কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি। মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন আমিনা হাসপাতালের মালিক ডা. আনসারুল হক।

 

More News...

ব্যাট কিনতে দুধ ডেলিভারির কাজ করতেন রোহিত!

১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী