নৌকার প্রচারণা কার্যালয়ে আগুন

নৌকার প্রচারণা কার্যালয়ে আগুন

হাফিজুর শেখ মণিরামপুর (যশোর) : মণিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার দীঘিরপাড় জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। খেদাপাড়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জিন্নাহর নির্বাচনী প্রচারণা কার্যালয় এটি।

কার্যালয়ের চারপাশ কাপড় দিয়ে ঘেরা ছিলো। ভিতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও প্রার্থীর পোষ্টার ঝুলানো ছিল। আগুন লেগে চারপাশের কাপড় পুড়ে গেছে।

তবে কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। আগুন লাগার ধরণ দেখে ঘটনাটি রহস্যজনক মনে করছেন অনেকে।

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, রাত ১২ টা পর্যন্ত আমাদের লোকজন অফিসে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। ভোরে আশপাশের লোকজন নামাজ পড়তে গেলে আগুন লাগার বিষয়টি টের পান।

তিনি বলেন, আগুন লাগিয়ে অফিস ও পোষ্টার পুড়িয়ে দেয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে মোটরসাইকেলে দুজনকে এসে অফিসের সামনে থামতে দেখেছি। সকালে উঠে শুনি নৌকার অফিসে আগুন লেগেছে।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কোন সহিংসতা যেন না হয় সে ব্যাপারে নৌকার মনোনীত প্রার্থীর সাথে কথা বলেছে। আমরা মূল ঘটনা খতিয়ে দেখছি।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান