প্রস্তাব পেয়ে মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি

প্রস্তাব পেয়ে মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি

সিনেমায় কাজ না করলেও এরই মধ্যে অন্য একটি কাজে যুক্ত হলেন দীঘি। ফ্যাশন মডেল হিসেবে র‍্যাম্পে হাঁটছেন তিনি। রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশন শো।

প্রথমবার র‍্যাম্পে হাঁটা নিয়ে কিছুটা ভয় ও সংশয়ে ছিলেন দীঘি। তবে বাসায় অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেন। এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম, র‍্যাম্পে হাঁটা ব্যতিক্রম। মনে হচ্ছিল, সবাই এটা পারে না, আমি কি পারব! বেশ কয়েকবার বাসাতেই রিহার্সাল করেছি। পা ফেলার আলাদা ধরন আছে। সেগুলো শিখেছি। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে সিনেমায় নাম লেখান দীঘি। পেয়েছিলেন জনপ্রিয়তাও। বড় হওয়ার পর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজ।

More News...

মৌসুমীর অভিনয়জীবনের ৩০ বছর, যা বললেন ওমর সানী

রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম