মাঠে ঢুকে মোস্তাফিজকে পায়ে ধরে সালাম করলেন এক দর্শক

মাঠে ঢুকে মোস্তাফিজকে পায়ে ধরে সালাম করলেন এক দর্শক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভার করছেন মোস্তাফিজুর রহমান। প্রথম বল করার পরেই ম্যাচ থামিয়ে দেন এক উচ্ছৃঙ্খল সমর্থক।

এ সময় হঠাৎ পূর্ব দিকের গ্যালারি থেকে কাঁটাতারের ফেন্সিং (বেড়া) পেরিয়ে সোজা মোস্তাফিজের কাছে চলে আসেন এক তরুণ সমর্থক। ‘কাটার মাস্টারের’ কাছে গিয়ে তাকে হাঁটু গেড়ে সালাম করতেও দেখা যায় ওই অতি উৎসাহী দর্শককে।

তবে সঙ্গে সঙ্গে তাকে সামলাতে মাঠে ঢুকে পড়েন বিসিবির নিরাপত্তা রক্ষীরাও। তারা ওই তরুণকে মাঠ থেকেও বের করে দেন।

দুঃসংবাদ হলো, এই ঘটনার পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজ। কিন্তু কী কারণে মাঠ ছেড়েছেন তিনি তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, করোনা সংক্রমণের ভয়ে ফিজকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে ওভারটি করেন শরিফুল ইসলাম।

More News...

রেকর্ড গড়েও জেতা হলো না বাংলাদেশের, ম্যাচ পরিত্যক্ত

মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড ৩৪৯ রান বাংলাদেশের