পাকিস্তান সিরিজে সামর্থ্যের প্রমাণ দিতে চান মাহমুদউল্লাহ

পাকিস্তান সিরিজে সামর্থ্যের প্রমাণ দিতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরে নতুন ব্যস্ততায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শক্তিশালী পাকিস্তানকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টাইগার অধিনায়কের মতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগও। আজ বৃৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘উইকেট ভালোই মনে হলো। আমি আশা করি, এটা ভালো উইকেট হবে। হ্যাঁ এটা অবশ্যই বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভালো ক্রিকেট খেলা এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’

আগামীকাল শুক্রবার দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, শহীদুল ইসলাম, আকবর আলী ও ইয়াসির আলী রাব্বি। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রায় নতুন দল নিয়ে কী ভাবছেন অধিনায়ক মাহমুদউল্লাহ? তিনি বলেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল। দেখুন অভিজ্ঞতা সবসময় সাহায্য করে। যেহেতু সাকিব নেই, মুশফিক নেই, সিদ্ধান্ত গ্রহণে অস্বস্তি অবশ্য ওরকম কখনো বোধ করি না। অবশ্য ওরা থাকলে ওদের পরামর্শ সবসময়ই কাজে আসে এবং ওদের সঙ্গে সব শেয়ার করতে পারি এবং ওরাও ওদের মতামতগুলো শেয়ার করে। বাট ওই জিনিসটা নিয়ে আমার মনে হয় না চিন্তা করে লাভ আছে, আমার যতটুকু নলেজ আছে ওইটুকই।’

 

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর