সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : সৌদি আরবে মাইক্রোবাসচাপায় টিপু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের টেলিগ্রামের বাবুল ফকিরের ছেলে।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের বাবা বাবুল ফকির ও ভগ্নিপতি সাইফুল ইসলাম।

নিহত টিপু মিয়ার ভগ্নিপতি সাইফুল ইসলাম বলেন, নিহত টিপু মিয়া গত তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে টিপু মিয়া ও তার বাবা বাবুল ফকির একসঙ্গে কাজ করতেন। কিন্তু রোববার সন্ধ্যায় রিয়াদের একটি হোটেল থেকে টিপু মিয়া নাস্তা আনতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।

More News...

প্রধানমন্ত্রীর ঘর পেল ময়মনসিংহের ১১৪জন গৃহহীন

উলিপুরে ভূমিহীন-গৃহহীন ১২২টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর