মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন মণিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ১৩ নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের এফ এম মাহাবুর রহমান।
শুক্রবার তিনি মোটরসাইকেল প্রতীকও পেয়েছিলেন। প্রতীক পাওয়ার দুইদিনের মাথায় রবিবার (১৪ নভেম্বর) হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহাবুর রহমান।
রবিবার বিকালে মণিরামপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
মাহাবুর রহমান বলেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে খানপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, এ ইউনিয়নে বিএনপির একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাই দলের ভাবমূর্তি রক্ষার জন্য আমি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি।