শিষ্যদের ‘হার না মানা’ মানসিকতায় মুগ্ধ কিউই কোচ

শিষ্যদের ‘হার না মানা’ মানসিকতায় মুগ্ধ কিউই কোচ
স্পোর্টস ডেস্ক : বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর জয়ের পর নিউজিল্যান্ড দলকে প্রশংসায় ভাসিয়েছিলেন সাবেক-বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। তাদের করা টুইটগুলোর সারমর্ম হচ্ছে, ‘এই দলে নির্দিষ্ট কোনো সুপারস্টার নেই। প্রত্যেকেই দলের জন্য নিবেদিতপ্রাণ।’

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একমত নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। এক সংবাদ সম্মেলনে স্টিড বলেছেন, ‘শিষ্যদের হার না মানা মানসিকতা আসলেই গর্ব করার মতো। আপনি কিভাবে খেলেন সেটাই দেখার বিষয়। বড় দল হিসেবে বড় মঞ্চে চাপ সামলে কিভাবে খেলতে হয় সেটা তারা দেখিয়েছে।’

রোববার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপার লক্ষ্যে নামবে নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচের ব্যাপারে কিউই কোচের বক্তব্য, ‘গত পাঁচ-ছয় বছর ধরে সব সংস্করণে আমরা দুর্দান্ত খেলছি। বিশ্বকাপে চ্যাম্পিয়নদেরকেই সবাই মনে রাখে। অস্ট্রেলিয়ায় অনেক ম্যাচ-উইনার রয়েছে। আর ওদের প্রতিটা খেলোয়াড়ের জন্য আমরা পরিকল্পনা সাজাব।’

টস সম্পর্কে তিনি বলেছেন, ‘এটা আসলেই মজার একটা ব্যাপার। কারণ আবুধাবি ও দুবাইয়ে শেষ তিন ম্যাচে তেমনটাই দেখা গিয়েছে। আর মাঠে তেমন শিশির ছিল না। টসেই ম্যাচের অর্ধেক ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবু আমরা আমাদের কৌশল অনুযায়ী খেলবো। কারণ কখনও আপনি টস জিতবেন, কখনও টস হারবেন।’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর