বছরের শুরুতেই পরীমনি, মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

বছরের শুরুতেই পরীমনি, মুক্তি পাচ্ছে ‘মুখোশ’
বিনোদন প্রতিবেদক : আগামী বছরটা শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা দিয়ে। তার ‘মুখোশ’ মুক্তি পাবে জানুয়ারিতে। ছবির পরিচালক ইফতেখার শুভ জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনার কারণে অনেক সময় লেগেছে ছবিটির শুটিং শেষ করতে। আমরা প্রস্তুতি নিয়েছি ছবিটি হলে আনার। কিছুদিনের মধ্যে পোস্টার প্রকাশ হবে। আর সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মুখোশ’।

এটি শুভর প্রথম সিনেমা। এর আগে তিনি অনেক নাটক নির্মাণ করে সাফল্য পেয়েছেন।

ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে এ ছবিতে দেখা যাবে রোশানকে। আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম, ফারুখ আহমেদসহ আরও অনেকে।

‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।

More News...

১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী

শাকিব খানকে বিচারক বললেন, ‘সময় মতো আদালতে আসতে হবে’