আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা, নিহত ৩, আহত ১২

আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা, নিহত ৩, আহত ১২

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন ঘার এলাকায় ফের জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও তালেবান কর্মকর্তারা।

অক্টোবর মাসেও একাধিক মসজিদে শুক্রবারের নামাজের সময় হামলা হয়েছিল। সেগুলো শিয়া মসজিদ ছিল। আর এবার সুন্নী মসজিদে হামলা হল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন যে, বিস্ফোরণে প্রাণহানি ও আহত হয়েছে। ‘আমি স্পিন ঘর জেলার একটি মসজিদের ভেতরে শুক্রবারের নামাজের সময় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করতে পারি’।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র ক্বারি হানিফ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বোমাটি মসজিদে স্থাপন করা ছিল বলে মনে হচ্ছে।

ওই এলাকার বাসিন্দা অটল শিনওয়ারি রয়টার্সকে জানান, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বিস্ফোরণটি ঘটে। মসজিদের ভেতরে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, অন্তত তিনজন নিহত হয়েছেন।

গত ১৫ আগস্ট তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে একাধিক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট এর আফগান শাখা আইএসকেপি (আইএসআইএস-কে)।

নভেম্বরের শুরুতে কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএসকে-পি’র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।

এর আগে অক্টোবর মাসে দুটি শিয়া মসজিদে ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত হয়।

More News...

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ

ইরানের ঘোষণা ‘লড়াই আপাতত শেষ, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও বড় আক্রমণ’