দেশে করোনার খাওয়ার ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন

দেশে করোনার খাওয়ার ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি এ ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকারও। এ ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি।

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধী খাওয়ার ওষুধ মলনুপিরাভির দেশে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে মলনুপিরাভিরের জরুরি ব্যবহারে অধিদফতর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।

এ ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারী কম্পানিটি।

পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা মলনুপিরাভিরের রয়েছে বলেও বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা।

More News...

রোজা রেখেও মাপা যাবে রক্তের সুগার

রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম