অক্ষয়ের ‘সূর্যবংশী’ প্রদর্শনে কৃষকদের বাধা

অক্ষয়ের ‘সূর্যবংশী’ প্রদর্শনে কৃষকদের বাধা

কিন্তু ঠিক কারণে ছবি নিয়ে আপত্তি তাদের? প্রতিবাদী কৃষকরা জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সমর্থন করেননি অক্ষয় কুমার। সেই কারণেই এই অভিনেতার ছবি প্রদর্শনী রুখে দেন তারা। এমনকি সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা।

একমাত্র অভিনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয় কুমার। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে অনেকেই তাকে বিজেপির চোখের মণি বলেই ধরে নেন। সরকারবিরোধী কোনো বিষয়েই মুখ খুলতে দেখা যায় না তাকে। কৃষকদের আন্দোলন নিয়েও কখনো কোনো প্রতিক্রিয়া দেননি। সেই কারণেই এবার তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কৃষকরা।

গত বছর নভেম্বরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করেন কৃষকরা। তাদের দাবি ছিল, এই তিন আইনের জন্য তাদের বেসরকারি সংস্থাগুলোর কথায় চলতে হবে। লাভের মুখ দেখতে পাবেন না কৃষকরা। সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ১১ দফা আলোচনাতেও বসেন কৃষকরা। কিন্তু এখন পর্যন্ত এর কোনো মীমাংসা হয়নি।

More News...

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান