জিয়াউর রহমান কি পীর-আউলিয়া, কিসের মাজার : তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান কি পীর-আউলিয়া, কিসের মাজার : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ তো দূরের কথা কোনো চিহ্নও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান কি পীর-আউলিয়া? কিসের মাজার?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ করে ডা. মুরাদ বলেন, জিয়ার মাজারের নামে ভণ্ডামী-বাটপারি চলবে না! ওই কবর সরাতে হবে। ওখানে কোনো খুনির মাজার থাকবে না।

দেশে জিয়া পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের নামে এই বাংলার মাটিতে কোনো কিছু থাকতে পারবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওই রাজাকার জামাতি, হেফাজত, ওই যে চরমোনাই পীর; টাইম নাই, টাইম নাই। এই পীরের ব্যবসা, মাজারের ব্যবসা চলবে না।’

তিনি বলেন, এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ, শেখ হাসিনার দেশ। তারা এই রাষ্ট্রের মালিক।

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ