প্রার্থী-নির্বাচন কর্মকর্তা কেউই আইনের ঊর্ধ্বে নন : ইসি রফিকুল

প্রার্থী-নির্বাচন কর্মকর্তা কেউই আইনের ঊর্ধ্বে নন : ইসি রফিকুল

নিজস্ব প্রতিবেদক : প্রার্থী বা নির্বাচন কর্মকর্তা কেউই আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কমিশন সব পন্থা অবলম্বন করবে জানিয়ে ইসি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে একটা সুন্দর, সুষ্ঠু পরিবেশে নির্বাচন দেখতে চাই। যে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন, তাকে আমরা আইনের আওতায় আনব। এটা আপনারা হোন অথবা আমার নিজের কর্মকর্তারা হোক, আইনের বাইরে কেউ থাকবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা নিজেরা দয়া করে আইন ভঙ্গের চেষ্টা করবেন না, আইন হাতে তুলে নেবেন না।’

সহিংসতার ঘটনা বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘কাল যখন এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি, তখন আপনাদের পাশের জেলায় চারজন মায়ের বুক খালি হয়েছে। এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমার চাইতে রাগান্বিত কেউ হবে না। আমি কোনো মায়ের বুক খালি হওয়া দেখতে চাই না। দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করেন।’

ইসি আরও বলেন, আপনারা যে বুকটা খালি করেছেন, সেই বুকের দীর্ঘশ্বাস আপনাদের সারাটা জীবন তাড়া করবে। দয়া করে এই দীর্ঘশ্বাস নিয়েন না। আপনি চেয়ারম্যান হবেন ঠিকই, আপনি মেম্বার হবেন ঠিকই। কিন্তু আপনার পেছনে হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস আপনাকে নাড়াবে সারাটা জীবন।

কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা বলেছেন আপনাদের এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। আমরাও উপলব্ধি করেছি আপনাদের এলাকা ঝুঁকিপূর্ণ। তাই আমরা এখানে পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করেছি। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি যেন তারা একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন। আপনারা যদি ঠিক থাকেন, সত্যিকার অর্থে জোর গলায় বলতে পারি র‌্যাব-বিজিবি-পুলিশের দরকার নেই।

রফিকুল ইসলাম আরও বলেন, আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনারা নিজেরাই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা করতে পারেন। আগামী ১১ নভেম্বরের নির্বাচনে নিজেরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেবেন। একটা অভয় আপনাদের কাছ থেকে নিয়ে যেতে চাই যে নারায়ণগঞ্জবাসী যেন কোনো মায়ের বুক খালি না করে। আপনাদের জন্য একটু সুষ্ঠু পরিবেশ এ নির্বাচন কমিশন করবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানসহ উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

More News...

বিড়ি শিল্প নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শ্রমিকদের সংবাদ সম্মেলন

অন্তত রমজানে জনগণকে আন্দোলন থেকে নিস্তার দেন