বিশ্বকাপ জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে পাকিস্তান: শেন ওয়ার্ন

বিশ্বকাপ জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে পাকিস্তান: শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।

বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের বিপক্ষে বাবর আজমদের আত্মবিশ্বাসী জয়ের পর পাকিস্তানকে বিশ্বকাপের ফেবারিট বলছেন শেন ওয়ার্ন।

এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, ভারতের বিপক্ষে এমন জয়ের পর আমার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বকাপ জেতার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে তাদের এই অলরাউন্ড পারফরম্যান্স চোখধাঁধানো ছিল। তিন সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

রোববার দুবাইয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৬ রানে ২ ওপেনারের উইকেট হারানো ভারত ৩১ রানে হারায় তৃতীয় উইকেট। চতুর্থ উইকেটে ঋষভ পন্থের সঙ্গে ৪০ বলে ৫৩ রানের জুটি গড়েন বিরাট কোহলি।

৩ উইকেটে ৮৪ রান করা ভারত এরপর ৬২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ৩৯ রান করেন ঋষভ পন্থ।

টার্গেট তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ১৩ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। ৭৯ ও ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন বাবর ও রিজওয়ান।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর