টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, একাদশে শোয়েব মালিক

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, একাদশে শোয়েব মালিক

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আজ রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। উত্তেজনার ঠাসা ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াচ্ছে রাত ৮টায়। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জয়ের দেখা না পাওয়া বাবর আজমের সামনে এবার কঠিন পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।

আগেই ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে হায়দার আলীকে একাদশে বাইরে রাখা হয়। অন্যদিকে ভারতের একাদশে ঠাঁই হয়নি ইষান কিষাণ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও দীপক চাহারের।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্ত্তী, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর