তাইওয়ানে চীন হামলা চালালে প্রতিহত করবে যুক্তরাষ্ট্র : বাইডেন

তাইওয়ানে চীন হামলা চালালে প্রতিহত করবে যুক্তরাষ্ট্র : বাইডেন

অনলাইন ডেস্ক : চীন তাইওয়ান আক্রমণ করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চীনের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সমঝোতার কোনো জায়গা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিএনএন’র অনুষ্ঠানে একজন বাইডেনকে প্রশ্ন করেন, তিনি তাইওয়ানকে রক্ষা করবেন কি না। এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ।’

এ ছাড়া চীনের সামরিক শক্তি বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে কী করবেন- এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে ভেবে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ, ‘চীন, রাশিয়া ও বাকি বিশ্ব জানে, বিশ্বের ইতিহাসে আমাদের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী।’

এরপর সিএনএনের উপস্থাপক দ্বিতীয় দফায় বাইডেনের কাছে জানতে চান, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র কি তাইওয়ানের সুরক্ষায় এগিয়ে যাবে। বাইডেন জবাব দেন, ‘হ্যাঁ। এটা করার জন্য আমাদের প্রতিশ্রুতি রয়েছে।’ বাইডেনের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। যদিও সাত দশক ধরে স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে উভয় ভূখণ্ড। সম্প্রতি তাইওয়ান উপকূলে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে চীন। উপকূল বরাবর বিমানের মহড়া ও সামরিক সক্ষমতা বাড়ানো হয়েছে। যা নিরাপত্তার জন্য হুমকি মনে করে তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে।

দীর্ঘদিন ধরে তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। উপকূলে চলমান উত্তেজনার জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে তাইওয়ান। আবার তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে বেইজিং। তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির পর হোয়াইট হাউসের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘চীনের ব্যাপারে বাইডেনের মন্তব্য যুক্তরাষ্ট্রে পলিসিতে কোনো পরিবর্তন আনবে না।’

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ