বাংলাদেশ-ভারতের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলবে

বাংলাদেশ-ভারতের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলবে

কূটনৈতিক প্রতিবেদক : এয়ার বাবলের আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট দুই দেশের মধ্যে পরিচালিত হবে। ঢাকার ভারতীয় হাইকমিশন আজ সোমবার এক টুইটে এ তথ্য জানিয়েছে।

টুইটে জানানো হয়, ‘বাংলাদেশ ও ভারত যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে প্রতি দেশেই সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবে।’

এদিকে আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে পর্যটক ভিসা দেওয়া শুরু করবে ভারত। আর ১৫ অক্টোবর থেকে পর্যটকেরা ভারত যেতে পারবেন। তবে ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পর্যটকেরা দলগতভাবে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে ভারত যেতে পারবেন। আর একক ভ্রমণ করতে চাইলে ১৫ নভেম্বর থেকে ভারত যেতে পারবেন পর্যটকেরা। পর্যটকদের ভারত ভ্রমণের ভিসা থাকলেও একক কোন ব্যক্তিকে ১৫ নভেম্বরের আগে ভারত যেতে দেওয়া হবে না।

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়