মহালয়ায় দুর্গাপূজার গান ‘জয় দুর্গা মা’

মহালয়ায় দুর্গাপূজার গান ‘জয় দুর্গা মা’
বিনোদন প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই পূজাকে রাঙিয়ে দিতে এবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল গানছবি এন্টারটেইনমেন্ট আজ (৬ অক্টোবর) মহালয়ায় নিয়ে আসছে “জয় দুর্গা মা” শিরোনামে একটি পূজার গান।

গানটি লিখেছেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী, আর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, বাঁধন সরকার পূজা, সুকন্যা মজুমদার ও কিশোর দাশ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হালের জনপ্রিয় নির্মাতা চন্দন রায় চৌধুরী।

গানটির সুর এবং তাল প্রসঙ্গে তিনি বলেন, কিশোর দাশ বরাবরই ভালো সুর এবং সংগীতায়োজন করে থাকেন এবং এই গানটিতেও তিনি চমৎকার সুরারোপ করেছেন৷

গানটি প্রসঙ্গে কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী বলেন, গানটিতে দুই বাংলার শিল্পীদের নিয়ে যেভাবে কথার গাঁথুনি, সুর আর সংগীতায়োজনের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়েছে, তা শ্রোতাদের মন কাড়বে বলে আমি নিশ্চিত।

More News...

জ্যাকুলিনের ফ্ল্যাটে আগুন

স্থগিত করা খেলা হবে, মামলাও চলবে