মৌসুমীর সঙ্গে তৌসিফ

মৌসুমীর সঙ্গে তৌসিফ

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তবে কোনো সিনেমায় নয়, তাদের দেখা যাবে নাটকে। আর দু’জন অভিনয় করবেন ভাই-বোনের চরিত্রে।

‘রক্ত’ নামের একটি নাটকে হাজির হবেন তারা। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করবেন আলম মনজুর। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর তারা এর শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

তৌসিফ মাহবুব বলেন, ‘নতুন নাটকের গল্পটি বেশ চমৎকার। ছিমছাম সাধারণ গল্প মনে হলেও শেষদিকে গিয়ে দর্শকরা একটা টুইস্ট পাবেন। এখন এতটুকুই বলতে পারি। কাজটি করার জন্য মুখিয়ে আছি। তাছাড়া যার অভিনয় দেখে আমি বড় হয়েছি তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও আমার জন্য বিশেষ। মৌসুমী আপু আমার ভীষণ পছন্দের একজন শিল্পী।’

তৌসিফ আরও বলেন, ‘পরিচালকের কাছ থেকে জেনেছি মৌসুমী আপু আমাকে চেনেন, আমার কাজও দেখেন প্রায়ই। এটা শোনার পর থেকে সত্যি অন্যরকম লাগছে। তার সঙ্গে কাজের আগ মুহূর্তে উত্তেজনাও কাজ করছে, একটু নার্ভাসও লাগছে।’

More News...

মৌসুমীর অভিনয়জীবনের ৩০ বছর, যা বললেন ওমর সানী

রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম